রংপুরের মিঠাপুকুরে ভুট্টার ক্ষেতে কলাগাছের পাতা হেলে পড়ার মতো তুচ্ছ ঘটনায় নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
নিহত ওই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নাম আফসার আলী (৬৮)। তিনি উপজেলার বালারহাট ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ছোট ভাই দেলোয়ার হোসেনের ভুট্টা ক্ষেতে আফসার আলীর কলা গাছের পাতা হেলে পড়ে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন, তার স্ত্রী রেখা এবং পুত্রবধূ আতিকা বেগম লাঠি দিয়ে বড় ভাই আফসার আলীকে বেধড়ক পেটাতে থাকেন এতে গুরুতর আহত হন আফসার আলী। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত ভোর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পরপরই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।
এদিকে, নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে আবদুর রহমান চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদেরকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক