চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টায় পুলিশ বোরখা পরিহিত নারীর কঙ্কাল উদ্ধার করে। লাশটি দীর্ঘদিনের হওয়ায় বয়স ও পরিচয় সনাক্ত করা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার নবীনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করে। বোরখা পরিহিত থাকায় পুলিশের ধারণা কঙ্কালটি কোনো নারীর। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।
ওসি আরও জানান, ডিএনএ পরীক্ষা করে প্রয়োজনীয় তথ্য বের করার চেষ্টা করা হবে। কোনো নারী দীর্ঘদিন নিখোঁজ থাকলে সে ব্যাপারেও খোঁজ-খবর নেওয়া হবে। ঘটনাস্থলটি চুয়াডাঙ্গা জেলার প্রায় শেষ সীমানা এবং ঝিনাইদহ জেলাসীমানার কাছাকাছি। সেজন্য পাশের দুই জেলা ছাড়াও অন্য সম্ভাব্য জেলাগুলোতে খোঁজখবর নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম