মাদক স্পর্শ না করতে শিক্ষার্থীদের শপথ করালেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ শপথ করান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক। এসময় শিক্ষার্থীরা হাত উচিয়ে মাদকের বিরুদ্ধে শপথ করে। সভায় শিক্ষার্থীদের ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
বুধবার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুকের সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন রুবেল হাওলাদার, নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক