ময়মনসিংহের হালুয়াঘাটে আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ধারা ইউনিয়নের নিজধারা এলাকার জনৈক নসিম উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে একটি রেইনট্রি গাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত নায়েম উদ্দিন একই গ্রামের মৃত ছহিম উদ্দিনের পুত্র।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন সরকার জানায়, এলাকাবাসীর খবরের ভিত্তিতে একটি রেইনট্রি গাছের উঁচু ডালের সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিহত নায়েম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে রাতে যে কোনও সময় সে আত্মহত্যা করতে পারে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণের করা হয়েছে। এ ব্যাপারে হালুয়াঘাট থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ