ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছে। আজ শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীর পিতার আস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন। এরপর মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এর পক্ষে অধ্যক্ষ একরামুল আজিম পুস্পমাল্য অর্পণ করেন।
এর আগে সেখানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন দলীয় পতাকা উত্তোলন করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ