কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ আজ শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব কে. এম সিংহ রতন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ কবির, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষকমন্ডলি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষলগ্নে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ