ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় প্রমুখ।
অপরদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন।
ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, রেজাউল হাসান রানু, মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, আব্দুস সালাম বাবু, এস.এম কাওছার, আমজাদ হোসেন মিন্টু, জেএম রউফ, এসএম আইয়ুব, সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, মেহেরুল সুজন, আব্দুর রহমান টুলু. আব্দুর রহিম, ফরহাদুজ্জামান শাহী, আহম্মেদ উল্লাহ মনু। এসময় কমলেশ মোহন্ত সানু, শফিউল আজম কমল, ইলিয়াস হোসেন, এইচ আলিম, ইনছান আলী শেখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল