কুড়িগ্রামের ফুলবাড়ী আজোয়াটারী সীমান্তে আটকের চব্বিশ ঘন্টার মধ্যে মানসিক ভারসাম্যহীন শফিকুল ইসলাম (৩৫)-নামে এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার আজোয়াটারী সীমান্তের ৯৪২/৭ পিলারের নিকট বিজিবি-বিএসএফ এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। এরপর শুক্রবার রাতে বিজিবি ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করে। শফিকুল ইসলাম ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শফিকুল ইসলাম সীমানা পিলার ৯৪৩ নম্বর এর কাছে দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের শিউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে। এরপর পতকা বৈঠকের মাধ্যমে শুক্রবার তাকে ফেরত দেওয়া হয়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদ-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ