ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মানিকগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে খালপাড় শহীদ রফিক চত্বরে আলোচনা সভা করে।
আলোচনা সভায় জেলা আওয়াম লীগের সভাপতি এ্যাড. গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দীন, আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাধারন সম্পাদক এ্যাড.আব্দুস সালাম ও পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল