মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর বলেছেন, ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসির একটি সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের জেগে ওঠার শক্তিময় বার্তা।
আজ শনিবার মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের নোমানী ময়দান বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সরকারকে বিপর্যস্ত ও বিব্রত করার জন্যে মুক্তি যুদ্ধের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এব্যাপারে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সতর্ক থাকতে হবে।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা পঙ্কজ কুন্ডু, মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, অধ্যক্ষ একেএম কামরুজ্জামান চাঁদ, বাকি ইমাম, আশরাফু আলম বাবুল ফকির, সোহেল পারভেজ দীপ, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, রানা আমির ওসমান, মকবুল হাসান মাকুল, আব্দুল মান্নান, সাজ্জাদুল ইসলাম বিপু, ফজুলর রহমান, জামির হোসেন, মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ