বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে বিসিকের বেঙ্গল বিস্কিট ফ্যাক্টরীর প্রধান ফটকের বিপরীত পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নগরীর কাউনিয়া থানার ওসি মো. আজিমুল করিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জীর্নশীর্ন চেহারা ও পোশাক-পরিচ্ছেদের ওই নারীর মৃত দেহে কোন আঘাত কিংবা ক্ষতের চিহ্ন নেই। অসুস্থতা জনিত কারনে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তারপরও মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিচয় উদঘাটনে বিভিন্ন থানায় ওয়্যালেস বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ