ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ বেলা ১১ টায় বোয়ালমারী জর্জ একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালমারী জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী।
বিডি প্রতিদিন/হিমেল