করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনা প্রতিরোধে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে। দেশের সব হাসপাতালে আলাদা আলাদা ইউনিট খোলা হয়েছে। আমাদের দেশে রোগটি আসার আগেই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার পিতা প্রয়াত মকবুল হোসেন ও মাতা মজিদা খাতুনের কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশের জন্য তেমন বিপদজ্জনক নয়। করোনাভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে। মানুষও মারা যাচ্ছে। তবে মারা যাওয়ার সংখ্যাটা অতিরিক্ত নয়। একশোর মধ্যে ৩ থেকে সাড়ে ৩ ভাগ লোক মারা গেছে। আমি মনে করি এই ভাইরাস আমাদের দেশের জন্য তেমন বিপদজ্জনক নয়। তারপরও আমাদের সতর্ক ও সচেতন হওয়া উচিত।
এসময় কারাবন্দি বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিএনপিই ভাল বলতে পাবেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ সাহেব যখন জেলে ছিলেন, বিভিন্নভাবে সরকারি হস্তক্ষেপটা আমরাও লক্ষ্য করেছি। তবে স্বাভাবিক নিয়মে বিচার ব্যবস্থা বিচারক নিয়ন্ত্রণ করার কথা। সেভাবেই সিদ্ধান্ত আমরা চাই।
কবর জিয়ারতকালে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সাথে ছিলেন, রংপুর মহানগর জাপার সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জেলা জাপার সহ-সভাপতি আজমল হোসেন লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাকসহ জেলা, মহানগর ও সদর উপজেলা জাপা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম