শরীয়তপুরে পদ্মা নদীতে লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রলারসহ রাজিব রাড়ি (২০) নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রাজিব রাড়ি ভোলা জেলার রহমানপুর থানার বাবুল রাড়ির ছেলে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা খালের মুখের পশ্চিম পার্শে নড়িয়ার চরআত্রা পয়েন্টের পদ্মা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গির হাওলাদার (৪০) নামে একজনকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো হাফিজুর রহমান জানায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা খালের মুখে পশ্চিম পার্শে নড়িয়ার চরআত্রা পয়েন্টে ঢাকা থেকে ছেড়ে আসা আলিবাবা লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা রাতেই ঘটনাস্থলে যায়। ট্রলারটি ৬জন যাত্রী নিয়ে সুরেশ্বর থেকে চরাত্রার দিকে যাচ্ছিল। ট্রলারে থাকা ৫জন যাত্রীকে স্থানীয় মাছ ধরার ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। রাজিব রাড়ি (২০) নামে এক ব্যাক্তি নিখোঁজ রয়েছে। ঘাতক লঞ্চটিকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ