কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা চাষী করিম, এ্যাড. আব্রাহাম লিংকন পিপি, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান চাঁদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চেই জাতির জনক বঙ্গবন্ধু দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিলেন। ৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণটি বিশ্বের ইতিহাসে সেরা ভাষণ হিসেবে আজ দেশ-বিদেশে সমাদৃত। তারা আগামী ১৭ মার্চ থেকে দলমত নির্বিশেষে মুজিববর্ষ পালন করার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন