কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। শুক্রবার রাতে উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণে ব্রিজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের ছোট লেচোপ্রাং (পশ্চিম শিকদারবিল) এলাকার আব্দুস সালামের ছেলে মো. আলম ও একই এলাকার মো. ইসলামের ছেলে মো. ওসমান।
র্যাব-১৫ সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি।
আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন