দিনাজপুরে সোয়া ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর জিলা স্কুলের আনুভূমিক ও উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও একাডেমিক উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতসহ নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে দিনাজপুর শহরের বেসরকারি একাডেমি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিতসহ নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় তলার ঊর্ধ্বমুখি সম্প্রসারণ নতুন শ্রেণিকক্ষের ফলক উম্মোচন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দুইটি কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। এছাড়াও বই খাতা কলম বহনের সুবিধার্থে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন একাডেমি স্কুল পরিচালনা কমিটির সভাপতি চিত্তঘোষ, শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, সাবেক পৌর মেয়র সফিকুল হক ছুটু এবং আওয়ামী লীগের জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক নাসিরুল হক রুস্তমসহ অন্যরা।
এর আগে সকালে সরকারি জিলা স্কুলে আনুভূমিক ও ঊর্ধ্বমুখি সম্প্রসারণকৃত চারতলা একাডেমিক ভবনের ফলক উম্মোচন করা হয়। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৫২লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, স্কুলের প্রধান শিক্ষিকা আখতারা পারভীন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী আব্দুল আউয়ালসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম