বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বনপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এস শেষ হয় ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর সভার মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা ভাইচ-চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বড়াইগ্রাম থানা ওসি দিলীপ কুমার দাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন