মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সদরের হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলতাফ হোসেন আলতু মিয়ার স্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেনের মা নুরজাহান বেগম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
আজ শনিবার সকাল ১১ টায় ঢাকায় তার পুত্রের বাসায় বর্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিনপুত্র ও এককন্যা সন্তানের জননী। আগামীকাল রবিবার সকাল ১০টায় হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর ও ড. শ্রী বীরেন শিকদার এমপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক