নানা আয়োজনে নাটোরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। শনিবার সকালে নাটোর শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, দফতর সম্পাদক দিলীপ কুমার দাস, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শামসুল ইসলাম, চিত্তরঞ্জন সাহা, মাসুদুর রহমান মাসুদ, আকরামুল ইসলাম আক্কুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম