আদিবাসী ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় শেরপুর রোডস্থ একটি মোটেলের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. দিবালোক সিংহ, আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতো, উপদেষ্টা আলতাফ হোসেন, মিহির ঘোষ, জয়নাল খান, ইসমাইল হোসেন, আমিনুল ফরিদ, মহসিন রেজা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতি গোষ্ঠীর লক্ষ লক্ষ জাতিগত সংখ্যালঘু জনগণের বসবাস। আর্থ সামাজিক উন্নয়ন ও বিকাশ পরিবেশ-প্রকৃতি সংরক্ষণ সাংস্কৃতিক কর্মকাণ্ডে আদিবাসীদের অবদান তাৎপর্যপূর্ণ।
তারা অভিযোগ করেন, বাংলাদেশের জাতীয় বাজেটে পিছিয়ে পড়া পাহাড়ি ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীর জন্য আলাদা বরাদ্দ থাকলেও তা প্রকৃত দুস্থ-দরিদ্র আদিবাসী জনগোষ্ঠীর কাছে পৌঁছায় না।
বিডি-প্রতিদিন/শফিক