নেত্রকোনায় ১০ দিনব্যাপী বিভাগীয় বইমেলা ও পাঁচদিনব্যাপী মুজিব মেলা বাতিল করা হয়েছে। আগামী ১২ মার্চ থেকে শহরের মোক্তারপাড়া মাঠে মেলার আয়োজন করা হয়েছিল।
বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এ বছর নেত্রকোনায় গেলো ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন করা হয়নি। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিহা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তীতে মেলার তারিখ নির্ধারণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক