ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের নিদের্শে এসআই খোকন সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে থানাসূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটকৃতদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত, ৩ জন নিয়মিত মামলার আসামি। এছাড়াও একইদিনে উপজেলার মুজাখালী ও বিড়ইডাকুনী গ্রামের ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। তারা হলেন মো. রাশিদ মিয়া (৩৩), এমদাদুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম (৫২), এনামুল হক (২৮), কবির হোসেন (৪২), ফজলুল হক (৫০), আ. মজিদ (৬২), খোকন মিয়া (৩৮), আসাদ মিয়া (৪০) ও রাজিব মিয়া (৪০)।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ ১৭ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন