জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে রাঙামাটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
শুক্রবার বেলা ১১টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে এ কর্মসূচী উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক হাজী মো. মুছা মাতব্বর।
এসময় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল মাওলা, রাঙামাটি আর্ট একাডেমির পরিচালক রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা মঞ্চের রাঙামাটি ও রাঙামাটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহ্বায়ক মো. মনছুর আহমেদ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রধান পৃষ্ঠপোষক হাজী মো. মুছা মাতব্বর বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। অতীতে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসকে একটি কুচক্রি মহল বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের বিরোধী জোট এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করারা আহবান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু মেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত নৃত্য, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এছাড়া গান ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় ৩ শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন