শিরোনাম
২৮ মার্চ, ২০২০ ২২:৩৭

করোনা রোধে মোংলায় নৌবাহিনীর জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

করোনা রোধে মোংলায় নৌবাহিনীর জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোংলায় নৌবাহিনী ও বাগেরহাটে ফায়ার সার্ভিস জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছেন। আজ শনিবার (২৮ মার্চ) সকালে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজে মহাসড়ক, ড্রেন, দোকানপাট, চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের মাঝে জীবাণুনাশক স্প্রে শুরু করেছে নৌ কন্টিনজেন্ট সদস্যরা। 

এদিকে দুপুরে বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস শহরের সড়ক, ড্রেন, দোকানপাট,  চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের মাঝে শুরু করেছে জীবাণুনাশক স্প্রে। 

মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার তানভীর খান জানান, করোনা সংক্রমণ রোধ না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। বাগেরহাট ও বরগুনা জেলায় ৭টি কন্টিজেন্টের মাধ্যমে ১ শত ৯০ জন নৌসেনা সদস্য করোনাভাইরাস সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর