৩১ মার্চ, ২০২০ ২০:৪০

শরীয়তপুরে মন্ত্রী-এমপির ত্রাণ সমগ্রী বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে মন্ত্রী-এমপির ত্রাণ সমগ্রী বিতরণ

করোনা সংক্রমণ রোধে গৃহীত কার্যক্রমের ফলে শরীয়তপুর জেলার প্রতিদিন খেটে খাওয়া শ্রমজীবী ১২ হাজার ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রহী বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নড়িয়া উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সের চিকিৎসকদের ৫০ সেট পিপিই বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। 

পরে মন্ত্রী গরীব ও দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এনামুল হক শামীমের  ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান ও নগদ ২ শত করে টাকা। 

এ সময় তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে দায়িত্ব পালনকারী সরকারি বিভিন্ন বিভাগের লোকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে নিজেকে ও অপরকে রক্ষার জন্য দায়িত্ব পালন করতে সাংবাদিকদের মাধ্যমে শরীয়তপুর জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন দুর্যোগে গরীব ও মেহেনতি মানুষের পাশে ছিলেন এবং আছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো গরীব-দুঃখী না খেয়ে কষ্ট পায় না। তারই ধারাবাহিকতায় বাংলাদশ আওয়ামী লীগ করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পাশাপা‌শি নিজ উদ্যো‌গে এ সহায়তা
দি‌য়ে‌ছি।

এছাড়া শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু আওয়ামী লীগের পক্ষ থেকে শরীয়তপুর পালং থানার সামনে প্রতিদিন খেটে খাওয়া শ্রমজীবীদের মাঝে ১ হাজার ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ
সামগ্রী বিতরণ করেছেন।

ত্রাণ বিতরণের আগে শরীয়তপুর জেলা প্রশাসনের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন পানি সম্পদ উপ মন্ত্রী একে এম এনামুল হক শামীম। তার সাথে ছিলেন শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার মো. আসরাফুজ্জামান, সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর