লালমনিরহাটের হাতীবান্ধায় পারভীন আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এর কয়েক দিন আগে অগ্নিদগ্ধ হন গৃহবধূ পারভীন আক্তার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই এলাকার আবু বক্করের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার কয়েক দিন আগে নিজ বাড়িতে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে চিকিৎসা না দিয়ে বাড়িতেই রাখেন স্বামী জাহিদুল ইসলাম। তিন দিন পর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর তাকে দুই দিন আগে বাড়ি নিয়ে আসেন। এ অবস্থায় সোমবার রাত পৌনে ১২টার দিকে তার রহস্যজনক মৃত্যু হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেন।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলামের সাথে একাধিক মেয়ের পরকীয়া রয়েছে এমন অভিযোগে জাহিদুল-পারভীনের মধ্যে প্রায় সময় ঝগড়া হত তাকে মারধরও করতো।
হাতীবান্ধা থানার ওসি নজীর হোসেন বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতারসহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মূল রহস্য জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল