ঢাকা-সিলেট মহাসড়েরক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শনিবার রাতে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নিহত হয়েছেন। সে উপজেলার শশই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে মহাসড়কের ইসলামপুর নামক এলাকায় সিলেটগামী মাইক্রোবাস ও শশইগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরে বসে থাকা আইয়ুব আলী ছিটকে পরে ঘটনাস্থলে নিহত হন।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি তদন্ত আ.স.আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ