করোনাভাইরাসের মহামারীতে বগুড়ায় কর্মহীন হয়ে পড়া নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি), দিনমজুদের হাতে খাবার ও অন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। রবিবার দুপুর ১২টার দিকে বগুড়া সদরের সেউজগাড়ি পানির টাংকি লেন এলাকায় সদর উপজেলার মোট ৫২ জন কর্মহীন নির্মাণশ্রমিকের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি লবণ, দুই কেজি আলু এবং এক লিটার সয়াবিন তেল।
এ আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট বগুড়া এরিয়া ম্যানেজার সাহাবুল ইসলাম, টিএসি মিজানুর রহমান, প্রোডাক্ট ইন্সপেক্টর প্রবীর কুমার, স্থানীয় ডিলার সরকার ট্রেডার্সের তাসমিজুর রহমান পাভেল প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় এই ত্রাণ কার্যক্রম চলছে এবং চলবে। বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে বগুড়া জেলায় কার্যক্রম নেওয়া হয়েছে। এই উদ্যোগ চলছে এবং পরিস্থিতির ওপর বিবেচনা করে সামনে চলমান থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন