ঝালকাঠিতে প্রশাসনের কঠোর ও নানামূখী পদক্ষেপের মধ্যেও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। শহরের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গ্রামীন বাজারে চায়ের আড্ডা জমজমাট।
এদিকে, বাহিরে অযথা ঘোরাঘুরি অপরাধে ১ ব্যক্তিকে ৫০০ টাকা, জুয়া খেলায় ২ ব্যক্তিকে ২০০ টাকা ও দোকান খুলে আইন ভঙ্গসহ মোট ৯ ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন নৈকাঠি বাজারেড় আব্দুল হালিম ৩ হাজার টাকা, লেবুবুনিয়া বাজারে মাসুদ ২ হাজার টাকা, আবুল হোসেন ৫০০ টাকা, পুটিয়াখালী মীরের হাটে শাহ জামাল বেপারী ৫ হাজার টাকা, কবির তালুকদার ৫ হাজার টাকা, হযরত আলী ৫ হাজার টাকা, হাছান ৫০০টাকা।
করোনাভাইরাসের সংক্রামন ঠেকাতে সরকার নানামূখী পদক্ষেন নিলেও নানা ক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়ম। ঘরে থাকার নির্দেশ থাকলেও অনেকেই বিনা কারণে বাহিরে ঘোরাফেরা ও আড্ডায় মগ্ন হন। তবে নানা প্রয়োজনে পেটের তাগিদে বাহিরে বের হলেও অধিকাংশ ক্ষেত্রে সামাজিক দূরত্ব ভেস্তে যাচ্ছে। ঘর থেকে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বের হলে তার বিরুদ্ধে প্রয়োজনী আইন পদক্ষেপ নেয়া হবে।
রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার জানান, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম ভঙ্গের দায়ে পৃথক অভিযানে ব্যক্তি, ব্যবসায়ী ও লুডু জুয়ারীসহ ৯ জনেক ২১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ