করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সুনামগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পিপিই উপহার দিয়েছেন স্থানীয় দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক মণ্ডলীর সভাপতি জিয়াউল হক।
আজ রবিবার দুপুরে শহরের মুক্তাপাড়া একালায় সুনামকণ্ঠ মিলনায়তনে সাংবাদিকদের হাতে পিপিই প্রদান করেন অতিথিরা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সহ সভাপতি বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ