ঝালকাঠিতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার সকাল থেকে পৌরসভার ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়।
জনপ্রতি ১০ টাকা কেজিতে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রতি ডিলারকে প্রতিদিন বিক্রির জন্য ২ টন করে ঝালকাঠিতে ১০ টন চাল দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
তিনি জানান, চাল নিতে সামাজিক দূরত্ব বজায় রাখছেন ক্রেতারা। যে কোনও ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দেখিয়ে লাইনে দাঁড়িয়ে এ চাল নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ