করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় টাঙ্গাইল পৌর এলাকায় ওমএমএস-এর চাল বিতরণ শুরু হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকালে পৌর এলাকার হাউজিং মাঠে চাল বিক্রির উদ্বোধন করেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। কর্মহীন নিম্ন আয়ের মানুষ প্রত্যেকে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। তবে এই দুর্যোগকালিন সময়ে তাদের টাকা দিতে হবে না।
পৌর এলাকার লোকজনের চাউলের টাকা টাঙ্গাইল পৌরসভা থেকে বহন করা হবে বলে মেয়র জামিলুর রহমান মিরন জানিয়েছেন। সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রতিজনকে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন জানান, এই চাল আগে থেকে ইউনিয়ন পর্যায়ে দেওয়া হতো। বর্তমান পরিস্থিতি মোকবেলায় ছিন্নমুল মানুষের আহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথম বারের মতো পৌরসভায় বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে চাল দেওয়া হচ্ছে।
পৌরসভার সভার মেয়র, কাউন্সিলরা দুস্থ অসহায়দের তালিকা করে চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে করে চাল নিতে পারে তারও সুব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন দুই থেকে চারশত মানুষকে টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে সহাযোগিতা করা হবে। প্রধানমন্ত্রীর যতদিন নির্দেশনা থাকবে ততদিন চাল বিতরণও চলবে।
বিডি প্রতিদিন/হিমেল