জামালপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে এক্স-ক্যাডেট এসোসিয়েশন। রবিবার দুপুরে শহরের বোষপাড়া এলাকায় এক্স-ক্যাডেট এসোসিয়েশন প্রায় ৩ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করেছে।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও জামালপুর এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি ফজলে এলাহী মাকাম তাদের হাতে ত্রাণ হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ টি কওে সাবান তুলে দেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ বিতরণ কাজে এগিয়ে আসার জন্য এক্স-ক্যাডেট এসোসিয়েশনকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/হিমেল