ফরিদপুরের ভাঙ্গায় করোনাভাইরাসের কারণে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অহেতুক আড্ডা দেয়ায় ৫ ব্যক্তিকে সাজা প্রদান ও ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার রাতে ভাঙ্গা পৌর এলাকার হাসপাতাল এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ব্রিজে বসে আড্ডা দেবার কারণে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
৫ জনের সাজা ও ২ জনের জরিমানার বিষয়টি নিশ্চত করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান জানান, সংক্রমন রোধ নিয়ন্ত্রণ ও নির্মুলের উদ্দেশ্যে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল