করোনাভাইরাস ঠেকাতে জনগণকে সচেতন করতে গিয়ে উচ্ছৃঙ্খল জনতার ইটপাটকেলে মাথা ফাটল পুলিশ ইন্সপেক্টরের। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
জানা গেছে, করোনা ঠেকাতে সারাদেশের মতো ‘লকডাউন’ কার্যকর করতে বরইতলী ইউনিয়নের শান্তিবাজার এলাকায় শনিবার সন্ধ্যায় হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুুলিশ মাইকিং শুরু করে। এ সময় জনসাধারণকে সরকারি নির্দেশ মেনে ঘরে অবস্থান করার জন্য বলা হয়। কিন্তু একদল উচ্ছৃঙ্খল জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইন্সপেক্টর আমিনুল ইসলামের মাথায় একটি ইটের পাথর এসে পড়লে মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক মো. রেজাউল করিম বলেন, পুলিশ ইন্সপেক্টর আমিনুলের মাথা ফেটে যায়। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশ পালন করতে গিয়ে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।
বিডি প্রতিদিন/আল আমীন