টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আইন অমান্য করায় ৩ দোকানদার, ২ মোটরসাইকেল চালক ও পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাসহ ৬ জনকে জরিমান করা হয়েছে। আজ ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এ অভিযান চালান।
আরিফা সিদ্দিকা জানান, আইন অমান্য করে দোকান খোলা রেখে লোকজন নিয়ে দোকানের ভিতরে আড্ডা দেয়ায় উপজেলার সমতকুড় গ্রামের দোকানদার সুরুজ আলীকে ২ হাজার টাকা, দয়ারামবাড়ী গ্রামের গণেষকে ১ হাজার টাকা, নরিল্ল্যা গ্রামের চাঁন মিয়াকে ১ হাজার টাকা, মাস্ক ও হেলমেট না পড়ে হোন্ডা নিয়ে অযথা ঘোরাফেরা করায় মধুপুরের রুবেলকে ১ হাজার টাকা, কয়াপাড়া গ্রামের রাসেলকে ৫শত টাকা এবং পল্লী বিদ্যুতের ধনবাড়ী জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার হুমায়ূন কবীরকে ৫শত টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ওসি মো. চাঁন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কাজরুজ্জামান টিটু প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল