শিরোনাম
৫ এপ্রিল, ২০২০ ১৮:১১

'আপনারা ঘরে থাকুন, ঘরে ঘরে খাদ্য পৌঁছে যাবে'

দিনাজপুর প্রতিনিধি

'আপনারা ঘরে থাকুন, ঘরে ঘরে খাদ্য পৌঁছে যাবে'

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশে খাদ্যের কোনও অভাব নেই। পর্যাপ্ত পরিমান খাদ্যের মজুদ রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে ঘরে থাকতে হবে। আপনারা ঘরে থাকুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ঘরে ঘরে খাদ্য পৌঁছে যাবে। 

গতকাল শনিবার রাতে দিনাজপুর সিভিল সার্জন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, করোনা ভাইরাসকে প্রতিহত করতে হলে সবাইকে সচেতনত হতে হবে। তা না হলে করোনা নির্মূল করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কল্যাণর জন্যই বার বার প্রধানমন্ত্রী হচ্ছেন। জনগনই তাকে বারবার নির্বাচিত করছেন। কারন মানুষের মুখে হাসি ফোটানো। 

করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরন করেন।  এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান বকুল, সমাজসেবক মাজেদুর রহমান দুলাল প্রমুখ।   

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর