৬ এপ্রিল, ২০২০ ১৯:৪৫

করোনা রোধে হাটে-বাজারে মাইক হাতে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনা রোধে হাটে-বাজারে 
মাইক হাতে

করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বাজায় রাখতে সোমবার বগুড়ার কাহালুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে সংসদ সদস্য, সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের নেতৃত্বে হাটে-বাজারে এই প্রচারণামূলক অভিযান চালানো হয়। এ সময় হ্যান্ড মাইক হাতে এমপি মোশারফ সাধারণ মানুষের সমাগমস্থলে গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে ঘরে তাড়াতাড়ি ফিরে যেতে বলেন। অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, সেনাবাহিনীর লে. কর্নেল ফাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ লালু, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ যাকারিয়া রানা, বীরকেদার ইউপি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিনসহ সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর