নেত্রকোনায় হতদরিদ্রদের ত্রাণ সহায়তার পাশাপাশি উন্নত মানের পিপিই বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় ত্রাণ বিতরণের পাশাপাশি ডাক্তার নার্সদের মাঝে পিপিই বিতরণ করা হয়।
নেত্রকোনা জেলার জন্য ময়মনসিংহ মেডিকেলে ১০০০ কিট বিতরণ করেন নেত্রকোনার সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহি।
তিনি জানান, সামনের দিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরো কিছু পিপিই আমদানি করার চিন্তা ভাবনা করা হচ্ছে।
এ পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহে ১৫ লাখ টাকার পিপিই বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। করোনা শনাক্তের কিট, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দুদিন ব্যাপী নেত্রকোনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি ক্যাম্প ও সকল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন