শিরোনাম
৮ এপ্রিল, ২০২০ ০৪:৫১

বোয়ালমারীতে সরকারি নির্দেশনা অমা করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে সরকারি নির্দেশনা অমা করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারে গত সোমবার (৬ এপ্রিল) অভিযান চালিয়ে  ৩১ হাজার ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল  পর্যন্ত এ সকল অভিযান পরিচালনা করা হয়।  আদালত সূত্রে জানা যায়, ময়েনদিয়া বাজার, চিতার বাজার বোয়ালমারী বাজার এলাকায় এ সব জরিমানা করা হয়। বিকেলে সহস্রাইল বাজারেও অভিযান পরিচালিত হয়। 

ইউএনও ঝোটন চন্দ বলেন, দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯,২৭১ ও ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানের সামনে আড্ডা দেয়া, অপ্রয়োজনে ঘোরাঘুরি করা, সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় না রাখা ও অননুমোদিত দোকান খোলা রাখায়  জরিমানা করে ১৭টি মামলায় মোট ৩১ হাজার ১০০ টাকা আদায় করা হয়। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর