চাঁপাইনবাবগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে পিনিক করতে যাওয়ার সময় মাইক্রোবাসসহ৭ জনকে আটক করে সেনাবাহিনী। অপরদিকে জরুরি খাদ্য সহায়তা ব্যানার লাগিয়ে যাত্রী পরিবহনের অভিযোগে ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শান্তিমোড়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে একই এলাকা থেকে অপ্রয়োজনে ঘোরাফিরা করার সময় ৩০ জনকে আটক করে রোদে দাঁড় করিয়ে শাস্তি প্রদান করা হয়। পরে সতর্ক করে তাদের ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে সেনাসদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করে এবং অপ্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়ার জন্য মাইকে প্রচারণা চালানোসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        