করোনাভাইরাসের কারণে টাঙ্গাইলের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বারে বসছেন না চিকিৎসকরা। স্বাস্থ্য নিরাপত্তার কারণে চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে এ আতঙ্ক। এতে রোগীরা যেমন বিপাকে পড়ছেন, তেমনি আতঙ্কিত সাধারণ মানুষও। আর এই করোনাভাইরাস বিষয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কর্মরত স্টাফ ও মালিকদের সচেতন করতে কাজ করছে র্যাব-১২।
টাঙ্গাইল শহরের প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের উপস্থিত নিশ্চিত করে স্বাস্থ্যসেবা চলমান করার জন্য ক্লিনিক মালিক ও স্টাফদের সাথে কথা বলেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।
এ সময় টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিকসহ র্যাবের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, করোনাভাইরাস আতঙ্কে ডাক্তাররা নিয়মিত চেম্বারে বসছেন না। ফলে হাজার হাজার মানুষ তাদের সুচিকিৎসা পাচ্ছে না।
বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের নিয়মিত তাদের চেম্বারে বসতে ক্লিনিক মালিকদের সাথে কথা বলছি। যাতে করে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন