যশোর শহরের লোহাপট্টি এলাকায় নকল হান্ড স্যানিটাইজার তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি ৭শ’ বোতল নকল স্যানিটাইজার ধ্বংস করা হয়।
শনিবার দুপুর দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক এই অভিযান পরিচালনা করেন।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তুষার কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের লোহাপট্টি এলাকার ‘তিষা ট্রেডিং কোং’ নামে ওই কারখানায় অভিযান চালানো হয়েছিল। এখান থেকে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক বলেন, অভিযানকালে দেখা যায়, তিষা ট্রেডিং কোং নামে প্রতিষ্ঠানটির কারখানায় নকল ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। স্যানিটাইজার তৈরির জন্য তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। এমনকি তাদের ট্রেড মার্ক ও ট্রেড লাইসেন্সও নেই। তিনি বলেন, প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। উদ্ধার হওয়া নকল স্যানিটাইজার ধ্বংস করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল