বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ৯৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার জেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের সহয়তায় তাদের জরিমানা করা হয়।
জানা যায়, বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ জনের কাছ থেকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করে। সামাজিক দূরত্ব মেনে চলতে প্রশাসন এখানকার মানুষদের বারবার তাগিদ দিলেও অধিকাংশ মানুষই তা মানছে না। এর আগে একই অপরাধে শুক্রবার বাগেরহাটের ৫৮ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের সহয়তায় ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ জনকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম