করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির উদ্যোগে ৪৫টি ট্যাংক লরি দিয়ে বাগেরহাটের সড়ক-মহসড়কে জীবাণুনাশক স্প্রে করার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় থেকে তিন দিনব্যাপী এই জীবাণুনাশক স্প্রে কর্মসূচির কাজ শুরু হয়েছে।
বাগেরহাটের ৫টি উপজেলা ও একটি পৌরসভায় জীবাণুনাশক স্প্রে কর্মসূচির শুরুর সময়ে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস, খুলনা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, বাগেরহাট পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভিন, বাংলাদেশ ট্যাংক লরি মালিক সমিতির মহাসচিব শেখ ফরহাদ হোসেনসহ ট্যাংক লরি মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন