কুমিল্লার লাকসামে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ভাইয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক কনজ্যুমার গুডস লি.। প্রতিষ্ঠানের উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ ব্যক্তিগত উদ্যোগে নগদ আরও ৫ লক্ষাধিক টাকা অনুদানে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
জানা যায়, প্রতি পরিবারকে প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল ৫ কেজি, আটা ৪ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, মরিচ গুড়া ২০০ গ্রাম, হলুদ গুড়া ২০০ গ্রাম ও ১ কেজি বিস্কুট। এছাড়াও, প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ ব্যক্তিগত উদ্যোগে নগদ আরো ৫ লক্ষাধিক টাকা খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল