করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় জরুরি সভা করেছে উপজেলা প্রসাশন। শনিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক সভায় সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান।
এ সময় উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানসহ জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সভায় সামাজিক নিরাপত্তার জন্য এক সপ্তাহের জন্য উপজেলা সকল হাট-বাজার বন্ধ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী আমতলী উপজেলার একজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় ওই উপজেলার সাথে খেয়া ও সড়ক পথে যোগাযোগের মাধ্যম বন্ধসহ পাঁচ দফা সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন