নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স ও সদরের লক্ষ্মীপুরের শ্রমিককে আইসোলেশনে রাখা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাদের দু'জনেরই কোভিড ১৯ পজেটিভ আসায় খালিয়াজুরি স্বাস্থ্য কমপ্লেক্সকে লকডাউন করা হয়েছে। পাশাপাশি নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামটিকেও লকডাউন করা হয়।
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম আরিফুল ইসলাম জানান, স্টাফ নার্স গত ৬ এপিল গাজীপুরের সালনা এলাকা থেকে আসেন। পরের দিন সন্দেহ হলে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় রেজাল্ট পেয়েই কোয়টারের ভেতরেই আইসোলেশনে রাখা হয়েছে নার্সকে। সেই সাথে উনার স্বামী ও পার্শ্ববর্তী দুজন রুমমেটকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সেইসাথে পুরো হাসপাতালটি লক ডাউন করে দিয়েছি। বাইরে হাসপাতালের কার্যক্রম চালানোর জন্য হোটেল এলাকায় ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ইটভাটার শ্রমিক (৪৫) গত কয়েকদিন আগে কুমিল্লা থেকে বাড়ি আসেন। তিনি কুমিল্লায় একটি ইটভাটায় কাজ করতেন। এরপর সর্দি-জ্বরে পরিস্থিতি গুরুতর হলে শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আসে। চিকিৎসকদের সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়। সন্ধ্যায় কোভিড ১৯ পজেটিভ খবর আসলে রাতে ময়মনসিংহ মেডিকেলে আইসোলেশনে পাঠানো হয়েছে।
অন্যদিকে ওই ব্যক্তির পরিবার ও গ্রামটিকে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/আরাফাত