রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৮শ পরিবারের মাঝে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নিজস্ব অর্থায়নে দ্বিতীয় দফায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এমপির পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও এমপি পুত্র মো. আশিক মাহমুদ মিতুল। প্রথমবার নবাবপুর ইউনিয়নে ১১শ ৬০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পর আজ দ্বিতীয় বারের মতো ৮শ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল এবং ২ কেজি আলু বিতরণ করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফকরুজ্জামন মুকুট, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালালউদ্দীন বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা বিতরণ শেষে আশিক মাহমুদ মিতুলের ব্যক্তিগত অর্থায়নে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় বারের মতো ৪৭টি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং ৩০ টি N95 মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন